ডেস্ক রিপাের্ট:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ শেষ হয়েছে। এতে চেয়ারম্যান,২টি ওয়ার্ডে ২ জন সাধারণ সদস্য ও ২টি সংরক্ষিত ওয়ার্ডে ২জন সংরক্ষিত সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছে।
পরে অবশিষ্ট ১টি সংরক্ষিত ওয়ার্ডে ২জন ও ৭টি সাধারণ ওয়ার্ডে ১৬ জন সাধারণ সদস্য পদপ্রার্থী নিয়ে অনুষ্ঠিত নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটে ৭৮ শতাংশ ভোটারের ভােটাধীকার প্রয়োগ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
এতে উপজেলার ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক মো. আবদুল মতিনসহ ৪,৫,৬ ও ৭,৮,৯ ওয়ার্ডে সংরক্ষিত সদস্য ও ওয়ার্ড ৫ ও ৯ এ ২জন সাধারণ সদস্য একক প্রার্থী হওয়ায় ওরা বিনা ভোটে নির্বাচিত হয় বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়।
ফলে সংরক্ষিত ১,২ ও ৩ ওয়ার্ডে ২জনসহ ৭ ওয়ার্ডে ১৬জন সাধারণ সদস্য প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সোমবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এতে চেয়ারম্যান পদে মো. আবদুল মতিন(নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে -কসম ত্রিপুরা, ২নম্বর ওয়ার্ডে- মো. জাফর, ৩নম্বর ওয়ার্ডে- প্রিয় লাল চাকমা, ৪ নম্বর ওয়ার্ডে -কাজী আবদুল মান্নান মিঞা, ৫ নম্বর ওয়ার্ডে-মো. ইউনুছ মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৬নম্বর ওয়ার্ডে- অংশেপ্রু মারমা, ৭ নম্বর ওয়ার্ডে- মো. আবদুল মান্নান রানা, ৮নম্বর ওয়ার্ডে- মো. মহিউদ্দিন, ৯নম্বর ওয়ার্ডে মো. জসিম উদ্দীন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। সংরক্ষিত সদস্য পদে- মরিয়ম বিবি (ভোট) ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহিনা আক্তার ও জেসমিন আক্তার।
নিউজ-ছবি: সংগৃহিত।