নুরুল আলম:: খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য অনিমেষ দেওয়ান নন্দিত পরলোক গমন করেছেন। সোমবার (১৭ জুলাই) ভোর ৪টায় নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা বিএনপি শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
অনিমেষ দেওয়ান নন্দিতের মৃত্যুর খবরে খাগড়াছড়ি জেলা বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে আসে। এছাড়াও বিভিন্ন মহল শোক জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইঁয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, অনিমেষ দেওয়ান নন্দিত দলের একজন পরিশ্রমী ও ত্যাগী নেতা ছিল। তাঁর সাথে দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের রাজনৈতিক গভীর সম্পর্ক ছিলো। সুখে-দুঃখে অনেক পথ এক সাথে অতিক্রম এবং দুর্গম পরিস্থিতি মোকাবেলা করেছে নেতাকর্মীরা। যা এখন শুধু স্মৃতি হয়ে থাকলো। তাঁর মৃত্যুতে দল একজন যোগ্য, ত্যাগী ও নিবেদিত নেতাকে হারালো। এ শূন্যতা পূরণ হবার নয়।