শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

চাইথোয়াইমং মারমা রাজস্থলী:: রাঙামাটির জেলা রাজস্থলী উপজেলা চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে বাঙালহালিয়া হতে চট্টগ্রামে উদ্দেশ্য পাচারকালে দেশীয় তৈরী ২৫লিটার চোলাই মদসহ ২ জন নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে । আটককৃতরা হলেন, হালিমা বেগম ৫৫ (প্রকাশ ফারুকের মা) এবং মরিয়ম বেগম (৫১)। এরা চট্রগ্রামের বাসিন্দা বলে জানা যায় ।

শনিবার (১৫জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম ( বার) এর নির্দেশনায় চন্দ্রঘোনা থানার ওসি সাইফুল আজম এর নেতৃত্বে এসআই ( নিঃ) মাহবুব হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রাজস্থলী উপজেলাধীন তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক বাংলা মধ্যম পাড়া থেকে ২৫ ( পঁচিশ) লিটার দেশীয় তৈরি হাতে নাতে চোলাই মদ সহ আটক করা হয়েছে।

চন্দ্রঘোনা থানার সাইফুল আজম জানান, আটককৃতদের বিরুদ্ধে ১টি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয় এবং শরিবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়।১নং আসামী হালিমা বেগমের বিরুদ্ধে চট্রগ্রাম জেলা ও মহানগরে বিভিন্ন থানায় ০৮ টি ও ২ নং আসামী মরিয়ম বেগমের বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছেন বলে চন্দ্রঘোনা থানা গণমাধ্যম কে জানান ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!