নুরুল আলম:: “রংতুলিতে পাহাড় ও শিল্প ভাবনা” বিষয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী হিল আর্টিস্ট চিত্র প্রদর্শনী।
রবিবার (১৬ জুলাই) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট হলরুমে এর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এ সময় পার্বত্য জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা ও ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট এর উপ পরিচালক জিতেন চাকমা উপস্থিত ছিলেন।
চিত্র প্রদর্শনীতে তিন পার্বত্য জেলার ১১জন চিত্র শিল্পীর চিত্র কর্ম এখানে স্থান পেয়েছে। আগামী ২০ জুলাই পর্যন্ত এই প্রদর্শনী চলবে।