নিজস্ব প্রতিবেদক:: আগামী ১৮ জুলাই ২০২৩ পদযাত্রা সফল করতে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ জুলাই) সকালে খাগড়াছড়ি শহরের বৈঠকে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনপ্রতিষ্ঠায় এক দফা বাস্তাবায়নে যে কোন মূল্যে পথযাত্রা সফল করতে নেতাকর্মীদের স্বত:র্স্ফত অংশগ্রহণের আহবান জানিয়ে বক্তারা বলেন, মানুষ রাস্তায় নেমে এসেছে। সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র।
খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা সভাপতিত্বে অনুষ্ঠিতপদযাত্রা সফল করতে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার।
সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দার রব রাজা, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া।
এ সময় উপস্থিতি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র কংচাইরী মাষ্টার, বেলাল হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, দপ্তর সম্পাদক মারিয়ম আক্তার মনি, উপজাতিয় বিষয়ক সম্পাদক অটল চাকমা, সহ-আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরা, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা য্বুদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, কৃষক দলের সাধারণ সম্পাদক নীল পদ চাকমা, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ও জেলা জাসাসের সহ-সম্পাদক মো. ইউনুস প্রমুখ।