শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

নেটিজেনরা আলিয়ার আচরণে অবাক

বিনোদন ডেস্ক:: বলিউড তারকা আলিয়া ভাটের আচরণে বরাবরই সন্তুষ্ট নেটিজেনরা। এবার এই তারকার ব্যবহারে অবাক না হয়ে পারলেন না তারা।

সম্প্রতি একটি রেস্তোরাঁয় ডিনারে গিয়েছিলেন আলিয়া ভাট। সঙ্গে ছিলেন মা সোনি রাজদান এবং বোন শাহিন। তিনজনে বাইরে বের হতেই পাপারাৎজিদের তুমুল হুড়োহুড়ি পড়ে যায়। ছবি তোলার তাড়াহুড়োয় জুতা হারিয়ে ফেলেন এক আলোকচিত্রী।

বিষয়টি খেয়াল করেন আলিয়া। গাড়িতে ওঠার সময় রাস্তায় পড়ে থাকা রবারের স্যান্ডেলে নজর পড়ে তার। এরপর যা করলেন তাতে অবাক সবাই। নিজে স্যান্ডেলটি তুলে আলোকচিত্রীকে ফিরিয়ে দেন নায়িকা।

এরইমধ্যে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে নেটদুনিয়ায়। সেখানে আলিয়ার এমন ব্যবহারে ধন্য ধন্য করছেন সবাই। কেউ কেউ লিখেছেন, “এত বড় অভিনেত্রী হয়েও আলিয়া সত্যিই মাটির মানুষ,”

গত মাসে প্রকাশ পেয়েছেন আলিয়া অভিনীত ‘হার্ট অব স্টোন’ ছবির ট্রেলার। সিনেমাটির মাধ্যমে হলিউডে নাম লেখাচ্ছেন তিনি। ছবিতে আলিয়ার চরিত্রের নাম কেয়া ধাওয়ান। একজন দক্ষ হ্যাকারের ভূমিকায় দেখা যাবে তাকে। পর্দায় গ্যাল ও আলিয়ার চরিত্রে দ্বৈরথ চাক্ষুষ করার সুযোগ পাবেন দর্শক। আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!