নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা: আগামি জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দলকে গতিশীল ও কার্যক্রম ত্বরান্নিত করার লক্ষে দীর্ঘ আট বছর পর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ জুলাই সকাল ১০ টায় আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
আমতলী ইউনিয়ন আওয়ামীলীগেরসাধারণ সম্পাদক আব্দুল গনির সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: জয়নাল আবদিন খন্দকার, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ছাড়াও অন্যন্যদের মধ্যে আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ইউনুছ মিয়া, যুগ্ন সস্পাদক শাহ এমরান, ধর্ম বিষয়ক সম্পাদক জালাল হোসেন, যুবলীগ সভাপতি সঞ্জয় সর্মা, মহিলা বিষয়ক সম্পাদিকা কহিনুর, মনোয়ারা বেগম, শ্রমিক লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও ছাত্রলীগ সভাপতি মো:মহসিন প্রমুখ বক্তব্য রাখেন ।
সভাপতির বক্তব্য জয়নাল আবেদিন খন্দকার বলেন, আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনা কে ক্ষমতা হতে উৎখাত করতে মরিয়া হয়ে উঠেছে জামাত বিএনপি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে বেদাভেদ ভুলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি। এসময় আমতলী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।