স্টাফ রিপাের্টার:: বর্ষার শুরুতেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে শুরু করেছে মাটিরায় পৌরসভায়। কোন ভাবেই লাগাম ধরে রাখা যাচ্ছেনা।খাগড়াছড়ি জেলার মধ্যে সর্বাধিক ডেঙ্গু ও ম্যালেরিয়ার রোগি সনাক্ত হওয়ায় মাটিরাঙ্গা পৌর সভাকে রেড জোন ঘোষনা করেছে স্বাস্থ্য বিভাগ।
মাটিরাঙ্গা পৌর সভার ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়ায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এপর্যন্ত পৌর সভায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ৩৪জন ও ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়েছে ৩৫ জন। এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
কাউকে আরো উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
তাই মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্যোগে ডেঙ্গু ও ম্যালেরিয়াজ্বর প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে বুধবার (১২জুলাই ২০২৩) মাটিরাঙ্গা পৌর সভাস্থ বলিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পবিার পরিকল্পনা কর্মকর্ত ডা: খায়রুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেইজি চক্রবর্তী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মিল্টন ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি এমএম জাহাঙ্গীর আলম ও পৌর কাউন্সিলর আলাউদ্দিন লিটন প্রমুখ।
বক্তারা ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে করণীয় ও আক্রান্তদের চিকিৎসা বিষ নিয়ে আলোচনা করেন। এসময় মাটিরাঙ্গা পৌর মেয়র সামসুল হক, উপজেলা সেনেটারী কর্মকর্তা মিজানুর রহমান ,পৌর কাউন্সিলর এমরান হোসেন, মিজানুর রহমান খোকন ও এলাকার নানা বয়সি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।