শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

সচেতনা বৃদ্ধির পাশাপাশি অভ্যাসের পরিবর্তনে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পুষ্টি পরিকল্পনা অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলায় ২০২৫ সালের মধ্যে পুষ্টি সুচক উন্নয়ন ও অভীষ্ট লক্ষ্য অর্জনে পুষ্টি কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক এক কর্মশালা আজ সোমবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এর উপ-পরিচালক ডা: মো: আকতার ইমাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহানসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বহুখাত ভিত্তিক নূন্যতম পুষ্টি প্যাকেজের পরিচিতি বিষয়ে উপস্থাপনা করেন জাতীয় পুষ্টি পরিষদ এর উপ-পরিচালক ডা: নাজিয়া আন্দালিব। কর্মশালায় পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পষ্টিকর খাবার গ্রহন নিশ্চিতকরণ,সচেতনা বৃদ্ধির পাশাপাশি অভ্যাসের পরিবর্তনের উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় লিডারশীপ টু এনসিওর এডেকুয়েট নিউট্রিশন (LEAN) প্রকল্প তিন পার্বত্য জেলায় পুষ্টির অভীষ্ট লক্ষ্য অর্জনে কাজ করছে। পাশাপাশি সরকারের ২২ মন্ত্রনালয়ের ৯টি বিভাগ প্রত্যক্ষভাবে পুষ্টির ২৫টি সুচক উন্নয়নে ভুমিকা রাখছে। অনুষ্ঠানে জেলার বর্তমান পুষ্টি পরিস্থিতি এবং জেলা পর্যায়ে দপ্তরভিত্তিক অগ্রগতি পর্যালোচনা ও উপস্থাপনা করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!