নিজস্ব প্রতিবেদক:: পার্বত্য চট্টগ্রামে তিনটি জেলা সৌন্দর্য বৃদ্ধির লক্ষে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে প্রত্যেকটি জেলা ও উপজেলায় উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন সচেতন মহল। ইতোমধ্যেই রাঙামাটি শহরকে যানজট ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাঙামাটি পুলিশ প্রশাসন।
গত বুধবার (৫ জুন ২০২৩) সকাল থেকে শুরু হয়েছে রাঙ্গামাটি শহরের গুরুত্বপ‚র্ণ এলাকা বনরূপা ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান। এসময় অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ ইমরান ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন।
এসময় তারা হ্যাপীর মোড় থেকে বনরূপার ফরেস্ট রোড পর্যন্ত অভিযান পরিচালনা করেন এবং রাস্তার দুপাশে ফুটপাতের ভাসমান দোকানগুলো উঠিয়ে দেন। এসময় পুলিশ কর্মকর্তারা জানান, শহরের সৌর্ন্দয রক্ষা ও ফুটপাত দখল মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।