নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সফিপুর এলাকায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামি মো. ওমর ফারুক (২৬) আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) রাতে চন্দ্রঘোনা থানা পুলিশ রাঙামাটির রাজস্থলীর বাঙালহালিয়ার সফিপুর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে কোর্টের মাধ্যমে হাজতে পাঠিয়েছে ।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি ওমর ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন মামলা ৭/ ৯১/ ২৩ চন্দ্রঘোনা থানায় মামলা হয় ।আসামির খবর পেয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম এর নেতৃত্বে এস আই ( নি.) আবদুল হামিদ সঙ্গীয় ফোর্সসহ বাঙালহালিয়া শফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ সময় চন্দ্রঘোনা থানার অফির্সাস ইনচার্জ (ওসি) শফিউল আজম বলেন, আসামি ওমর ফারুককে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় । সে রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর তিন নং ওয়ার্ডের ছালেহ আহাম্মদের ছেলে বলে পুলিশ জানান।