নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মানিকছড়িতে ঝিরিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই ২০২৩) বিকেল ৩টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ইউপি সদস্য সুমন কান্তি চাকমা।
মৃত মুন্নি ত্রিপুরা (৯) ও তার ছোট বোন মনিকা ত্রিপুরা (৬)। তারা মানিকছড়ির যুগ্যাছলার প্রত্যন্ত গ্রাম আসালংপাড়ার পাল ত্রিপুরার মেয়ে। যোগ্যাছলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সদস্য সুমন কান্তি চাকমা জানান, সোমবার কোনো এক সময় দুই বোন বাড়ির পাশে পাহাড়ের ঝিরিতে বাধ দিয়ে তৈরি করা জলাশয়ে গোসল করতে নেমে ডুবে যায়।
বিকেল ৩টার দিকে প্রতিবেশি নিরঞ্জন চাকমা ওই ঝিরিতে গোসল করতে গেলে দুই বোনের লাশ ভাসতে দেখতে পান। পরে আশেপাশের লোকজনদের সঙ্গে নিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। ওই সময় তাদের বাবা ও মা জুম চাষের কাজে বাড়ির বাহিরে ছিলেন। মঙ্গলবার (৪ জুলাই) দুই বোনের সৎকার করা হবে বলে জানান এই ইউপি সদস্য।