নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির রামগড়ে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে জাহিদুল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (৩ জুলাই) বেলা পৌনে ৪ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল রামগড়ের সোনাইআগা গ্রামেে মীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার বেলা পৌনে ৪টার দিকে জাহিদ মোটরসাইকেল চালিয়ে সোনাইপুল যাওয়ার পথে রামগড় পৌরসভার উপকন্ঠে বারৈয়ারহাট সড়কের বিপরীত দিক থেকে আসা কনফিডেন্স সিমেন্ট কোম্পানীর একটি খালি পিকআপ (নম্বর চট্ট- মেট্রো অ- ১১-০৯৬৩ ) তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে রামগড় থানার এস আই ফরহাদের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ নিহতের মোটরসাইকেল ও পিকআপটি থানা হেফাজতে নিয়েছে। তবে পিকআপ চালককে আটক করা সম্ভব হয় নি ।