নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়ি স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন সম‚হের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে।
পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম সম্প্রদায়ের আনন্দের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই খুশি পাহাড়ী অঞ্চলের বসবাসরত মানুষের মাঝে বিলিয়ে দেয়ার লক্ষ্যে আজ হতে ঈদের দিন ও ঈদের পরবর্তী কিছুদিন যেন সাচ্ছন্দে নিশ্চিন্তে পরিবারে সাথে আনন্দ ভোগ করতে পারে সেলক্ষে অদ্য ২৬ জুন ২০২৩ সোমবার শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়নের আয়োজনে ৫০০ স্থানীয় জনসাধারণ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, ডাল, সাধারণ চাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবন, সেমাই, নুডুলস্, প্রদান করা হয়।
এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি, কমান্ডার, ২৪ আর্টিলারি ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে জোন কমান্ডার, সিন্দুকছড়ি জোন, বিএম, গুইমারা রিজিয়ন এবং গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সবাইকে ঈদের আগ্রীম শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। তিনি এ সময় পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বত্র জনসাধারণকে আহবান জানান। এছাড়াও ঈদ উপহার সামগ্রী গ্রহনে আগত জনসাধারণকে শুভেচ্ছা জানান। বক্তব্য সমাপনান্তে প্রধান অতিথি কর্তৃক ঈদ উপহার প্রদান করেন।
গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।