নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক গরীব কৃষকদের মাঝে ফলদ চারা ও কলম বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জুন ২০২৩) সকালে পরিষদ প্রাঙ্গনে দুই শত পরিবারের মাঝে ৫০টি করে চারা তুলে দেওয়া হয়।
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (২০২২-২০২৩) এর আওতায় গরীব কৃষকদের মাঝে ফলদ চারা ও কলম বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিসার মুক্তা চাকমা,প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ প্রমুখ।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনাবাদী জমিতে চারা রোপনের নির্দেশনা বাস্তবায়নে কৃষকদের মাঝে এ চারা বিতরণের ফলে খালি জায়গায় ফলদ চারা রোপন করে ফলের চাহিনা পুরণসহ অষ্কিজেনের ঘাড়তি পুরনে সহায়ক হবে বলে স্থানীয়রা।