নিজস্ব প্রতিবেদক:: অভিনব কৌশলে বিজিবির মনোগ্রাম যুক্ত ব্যাগে গাঁজা বহন কালে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শনিবার (২৪জুন ২০২৩) সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গার চট্টগ্রাম লোকাল বাস স্ট্যান্ড সংলগ্ন একুশে কপি হাউজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন তাইন্দং ২নং ওয়ার্ড ডিপি পাড়ার আব্দুল মানানের ছেলে মনির হোসেন (৩০) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর আচালং,তানাক্কা পরড়ার মৃত ফরিদ মিয়ার ছেলে মোটরসাইকেল চালক ফয়েজ আহাম্মাদ (৩৫) ।
সূত্র জানায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাইন্দং হতে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় মাটিরাঙ্গা বাজারে চট্টগ্রাম লোকাল বাস স্ট্যান্ড এলাকায় এস আই মাসুদুল আলম পাটোয়ারী ও কামরুল আরেফিন চৌধুরীর যৌথ নেতৃত্ব অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
এ সময় গাঁজা বহন কারীদের ব্যবহৃত মোটর সাইকেল (খাগড়াছড়ি -হ ১১-২৭ ২২) জব্দ করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবদে আটকৃতরা তাইন্দং হতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় গাঁজা সরবরাহের কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, আটকৃতরা থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে। যে কোন অপরাদ প্রবনতা রোধে মাটিরাঙ্গা থানা পুলিশ সদা তৎপর আছে বলে জানান তিনি।