শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:-রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় প্রশাসনের আয়োজনে আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন )সকাল ১১ঃ০০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ( সার্জন) ডাঃ দেলোয়ার হোসেন, ৩২ বীর বিলাইছড়ি জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মোঃ মাহতাব হোসেন,থানা এসআই তোফাজ্জল হোসেন এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরণ মার্মা( রাসেল) ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি আনন্দ তঞ্চঙ্গ্যা (মেম্বার), উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)মোঃ মিজানুল হক, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা এবং উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক শান্ত বাবু তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

বক্তারা বলেন, বিলাইছড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে কিশোর গ্যাং ,মানব পাচার, মাছ ধরা ও ক্রয়- বিক্রয় নিষিদ্ধ , মাদক ব্যবসা ও সেবন , দ্রব্যমূল্য উর্ধ্বগতি থেকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা, ইয়াবা, সন্ত্রাস,জঙ্গিবাদ, চোরাচালান, বাজার মনিটরিং, বেপরোয়া গাড়ি না চালানো এবং বাল্যবিবাহ রোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে।

এছাড়াও পরে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও মৃত্যুর সনদ শতভাগ নিশ্চিত করার বিষয়ে বিষয়েও চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!