শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

খাগড়াছড়িতে ৩দিনব্যাপি রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি) এর ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপি চট্টগ্রাম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০জুন) সকাল ৯টায় খাগড়াছড়ি সদরস্থ ঐতিহাসিক ইনডোর স্টেডিয়ামে এ আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন করেন খাগড়াছড়ি খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এ প্রতিযোগিতায় চট্টগ্রাম রিজিয়নস্থ ১৩টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের মোট ২০১ জন প্রতিযোগী অংশগ্রহণে ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত চলবে।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস এবং মনোবল প্রকাশ পাবে। সেই সাথে ‘‘খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ রাখা এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়” এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে।

উদ্বোধনকালে খাগড়াছড়ি সেক্টরের অধীন ব্যাটালিয়ন সমূহের বিভিন্ন পদবীর অফিসার, জুনিয়র কর্মকর্তা, পদবিধারী সদস্য ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!