নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১২ আনসার ব্যাটালিয়নের উদ্যাগে লামায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে এ বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ অভিযান প্রধান অথিতি ছিলেন ১২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সহকারী পরিচালক জন মোহাম্মদ ইমরোজ খালেদ, আল-আমীন ও কোম্পানি কমান্ডার মো. মনিরুল ইসলাম, কোম্পানি কমান্ডার মুহাম্মদ রকিবুল হাসান এবং ব্যাটালিয়নের অন্যান্য সদস্যরা।
বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন লেন্স নায়েক আবু সাইয়্যেদ।
১২ আনসার ব্যাটালিয়ানের পরিচালক মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী জানান, ‘গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজম্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে ধারন করে বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সারাদেশের প্রতিটি ইউনিটে এ বৃক্ষরোপণ অভিযান চলমান রয়েছে।