শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নিজস্ব প্রতিবেদক:: বিনিয়োগ, উদ্ভাবন ও বাস্তবায়নে ম্যালেরিয়া নির্মূল: এখনই সময় প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জুন) বিলাইছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়েছে।

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র‌্যাক এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা বরুন কান্তি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মসূচির শাখা ব্যবস্থাপক বীরো চাকমা।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে উচ্চ ম্যালেরিয়া প্রবণ অঞ্চল। এবং বর্ষাকাল হচ্ছে ম্যালেরিয়া রোগ ছড়ানোর হট সীজন। তাই এই সময় ব্র্যাক কর্তৃক প্রদত্ত মশারী টাঙিয়ে ঘুমাতে হবে। এই সময় জ্বর হলে সরকারি হাসপাতাল বা ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ম্যালেরিয়া পরীক্ষা করতে হবে। তাই জনসচেতনতার মাধ্যমে সরকারের লক্ষ্য মাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব হবে। দিবসটি উপলক্ষে সকালে র‌্যালির আয়োজন করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!