শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলা প্রশাসনের আযোজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকাল ৩টায় ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু)।

এবারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলায় ২০টি কলেজ অংশগ্রহণ করবে।

এদিন উদ্বোধনী ম্যাচে খাগড়াছড়ি সরকারি কলেজ বালক অনূর্ধ্ব -১৭ ও তবলছড়ি গ্রিন হিল কলেজ বালক অনূর্ধ্ব-১৭ দুটি দল অংশ নেয়। আগামী ২৫ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, খেলাধুলা প্রত্যেক মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধের উপলব্ধি ঘটে, যা আমাদের চারিত্রিক বিকাশ ঘটাতে সাহায্য করে। মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সাহায্য করে খেলাধুলা। পরস্পরের সঙ্গে সহযোগিতার শিক্ষা আমরা খেলাধুলার মাধ্যমে লাভ করি। জীবনের ক্ষেত্রে সহযোগিতার মূল্য অসাধারণ। সাফল্য এবং অসাফল্য, জয় ও পরাজয় উভয়কেই সমানভাবে গ্রহণ করার মহৎ শিক্ষা আমরা খেলাধুলা থেকে অর্জন করে থাকি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মাহমুদা বেগম, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন প্রমুখ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!