নিজস্ব প্রতিবেদক, বিলাইছড়ি:-মজবুত হলে পুষ্টি ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত – এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুষ্টি সমাপনী সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৩ জুন) সকাল ১০ঃ০০ ঘটিকায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এবং জুম ফাউন্ডেশনের -এর আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লীন ( LEAN)-এর বাস্তবায়নের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ডাঃ সুরজিত দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা এবং জুম ফাউন্ডেশনের উপজেলা ফ্যাসিলিটেটর অসীম চাকমা প্রমূখ। সভা সঞ্চালনা করেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শারমিন খন্দকার।
৭-১৩ জুন সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহে খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয় সম্বন্ধে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং পুষ্টি বিষয়ে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা।