শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

পরিসেবা বিলের বিরুদ্ধে রাঙামাটিতে তিন পরিবহন সংঠনের স্মারকলিপি প্রদান


নিজস্ব প্রতিবেদক:: জাতীয় সংসদে পরিষেবা বিল নামে উপস্থাপিত বিল শ্রমিকদের অধিকার আদায়ের প্রধান অন্তরায় দাবি করে এটি প্রত্যাহারে দাবি জানিয়েছে রাঙামাটির তিন পরিবহন শ্রমিক সংগঠন।

সোমবার সকালে (১৩ জুন) রাঙামাটি জেলা প্রশাসকের হাতে প্রধানমন্ত্রীর বরাবরে আলাদা-আলাদাভাবে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি-চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সাহাদাৎ হোসেন, শ্রমিক নেতা রুহুল আমিন, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (বাবু)।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মোঃ বেলাল উদ্দীন, মোঃ ইসমাইল, মোঃ জাহাঙ্গীর হোসেনসহ প্রমূখ।

সংগঠনের নেতারা জানান, অত্যাবশ্যক পরিষেবা বিল নামে যে বিল জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছে এটি আইনের পরিনত হলে শ্রমিকরা অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে পারবেনা। ফলে শ্রমিকদের উপর এক প্রকার জুলুম করা হবে।

নেতারা জানান, পরিবহন শ্রমিকদের ছাড়া শিল্প, কৃষি ও যোগাযোগ কোনো কিছুরই অগ্রগতি সম্ভব নয়। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা সব সময় কাজ করি। অথচ আমরা কোনো সমস্যাই পড়লে কোনো আন্দোলতে যেতে পারবো না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি এক প্রকার শ্রমিকদের বন্ধি শিকলে বেধে রাখার মতো। অতিদ্রুত জাতীয় সংসদে উপস্থাপিত এই পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবি জানান নেতারা।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদে বা,জা,স বিল নং-১২/২০২৩ উপস্থাপিত হয়েছে। এ বিলে অত্যাবশ্যক পরিষেবা ১৮টি সেক্টরকে উল্লেখ করা হয়েছে। ১৮টি সেক্টরকে উল্লেখ করলেও পরিবহন খাতকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে শ্রমিক নেতারা ধারণা করছেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!