শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

অত্যাবশ্যক পরিসেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবী

খাগড়াছড়িতে পরিবহন সংগঠন নেতাদের আন্দোলনের হুশিয়ারী

নিজস্ব প্রতিবেদক:: অত্যাবশ্যক পরিসেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবী জানিয়ে খাগড়াছড়ি সর্বস্থরের পরিবহন শ্রমিকরা রাজপথে নেমে আসেন। মঙ্গলবার (১৩ জুন ২০২৩) সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিশাল মিছিল নিয়ে শহরের চেঙ্গী এস্কয়ার,শাপলা চত্ত্বর আদালত সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে দাবী সম্মলিত স্মারকলিপি প্রেরন করে। এ সময় পরিবহন শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবীর কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। এতে বক্তারা বলেন, প্রতিনিয়তই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী সেবাসহ দেশের মানুষের সেবা করছে পরিবহন শ্রমিকরা। বর্তমানে অব্যবস্থাপনা দুর করাসহ সুরক্ষা না দিয়ে অনিচ্ছাকৃত দূর্ঘটনার দায় পরিবহন শ্রমিকদের চাপিয়ে তাদের দানব আখ্যা দিয়ে শ্রমিকদের আসামীর কাঠগড়ায় দাড় করিয়ে শাস্তির মানসিকতায় ২০১৮ সালে সড়ক পরিবহন আইন করার উদাহরণ তুলে ধরেন।

এছাড়াও চলতি বছরের ৬ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদে বা.জা.স বিল নং ১২/২০২৩ উত্থাপিত হয়। এতে বিল অত্যাবশ্যক পরিসেবা বলতে ১৭ সেক্টরকে উল্লেখ করে লক্ষবস্তু করা হয়েছে পরিবহন খাতকে।
এই অত্যাবশ্যক পরিসেবা বিল, আইনে পরিণত হলে শ্রম আইনকে অকার্যকর করে ফেলবে এবং শ্রম আইনের ২০৯ ধারায় শিল্প বিরোধ উত্থাপন,২১০ ধারার শিল্প বিরোধ নিস্পত্তির বিধান আছে।

বিরোধ নিস্পত্তির সকল পথ বন্ধ হয়ে গেলে ২১১ ধারায় ধর্মঘটের বিধান এবং পদ্ধতির উল্লেখ করা আছে। ফলে এ বিল আইনে পরিণত হলে শ্রম আইনে ধর্মঘটের যতটুকু আইনসংগত অধিকার আছে সেটাও বাস্তবে কেটে নেওয়া হবে বলে উদ্বেগ করা করা হয় এতে। এছাড়াও এতে বির্তকিত বিভিন্ন বিষয় উল্লেখ করাসহ অভিযোগ এনে এ ধারাসহ অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের জোর দাবী জানান শ্রমিক নেতারা। দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন খাগড়াছড়িতে পরিবহন সংগঠন নেতারা।

এতে খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: মমিন,সহ-সভাপতি আবুল হাসেম,যুগ্ম সম্পাদক ইব্রাহিম ভূইয়া,সাংগঠনিক সম্পাদক মো:কামাল উদ্দিন,খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেড এর কার্যকরী সদস্য মো: হুমায়ুন কবির,খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সুধীর চন্দ্র দত্ত,অর্থ সম্পাদক রণজিৎ দে, শ্রমযান কল্যাণ সমিতি (সিএনজি) সভাপতি মো: জসিম উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!