নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির দীঘিনালায় বাবার হাতে ছেলে খুনের ঘটনা ঘটেছে। নিহত ছেলের নাম শাহিন আলম(১৪)। তার পিতার নাম মো. হানিফ। ঘটনার পর থেকেই পিতা মো. হানিফ পলাতক রয়েছে। গত ২০ মে ছেলেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পিতা। পরে চিকিৎসাধীন (৩ জুন) শনিবার মারা যায়।
জানা যায়, গত ২০ মে শনিবার রাত ৮টার দিকে উপজেলার নকশীপল্লী রেস্টুরেন্ট পাশে পিতা ছেলেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ছেলে শাহিনের পেটে মারাত্মক যখম হয়। পরে আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সব নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১০ দিন চিকিৎসার পর বাড়ি আনা হলে শনিবার (৩ জুন) মারা যায়।
এ ব্যাপারে দীঘিনালা থানার এসআই প্রেমানন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছেন।