নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় অবস্থিত বিআরডিবি সমিতির সরকারী বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর গুইমারা থানায় জিডি করেছেন ইউসিসিএ ’র মাটিরাঙ্গা উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির পাটোয়ারী।
ঘটনার বিবরণীতে স্থানীয় হেডম্যান বলেন, “উক্ত জায়গাটি ১নং গুইমারা ইউনিয়নের আওতায়। জায়গাটি সমীতির উন্নয়নের স্বার্থে আমরাই ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু সমিতিকে অবগত না করেই মাটিরাঙ্গার ইউসিসিএ’র চেয়ারম্যান জাকির হোসেন বাবলু সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে। তবে যতটুকু জানি জঙ্গল পরিস্কার করার কমিটি হয়েছিল কিন্তু জঙ্গল পরিস্কার করার নাম করে এসে ছোট-বড় এবং প্রায় ৫০বছর পুরাতন মূল্যবান গাছ কেটে নিয়ে ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে দিচ্ছে চক্রটি।”
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা বলেন, “গুইমারায় ইউসিসিএ এর ৬টি সমিতি আছে। কিন্তু ইউসিসিএ ’র গাছ কেটে নিয়ে যাচ্ছে মাটিরাঙ্গার ইউসিসি চেয়ারম্যান জাকির হোসেন বাবলু। তারা আরো বলেন, ‘ক্ষমতার দাপটে ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে এসে একাধারে গাছ কেটে নিয়ে গেছে।’ পরে বিষয়টি আমরা জানতে পেরে মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির পাটোয়ারীকে জানাই।”
ইউসিসিএ’র সরকারি গাছ কাটার বিষয় মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির পাটোয়ারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “মূলত আমি যেখানে থাকি সেখান থেকে জায়গাটি অনেক ভিতরে। সন্ত্রাসীদের ভয়ে তেমন একটা যাতায়াত হয়না। আর জায়গাটি অনেক দুরে হওয়ার কারনে গাছ কাটার বিষয়টি জানতে দেড়ি হয়েছে। যখন স্থানীয়রা গাছ কাটার বিষয়টি আমাকে জানায়, তার পরের দিনই আমি ঘটনাস্থল পরিদর্শন করি। কিন্তু তখন গাছ কাটার সাথে জড়িত কাউকে না পেয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, “মাটিরাঙ্গার ইউসিসিএ’র চেয়ারম্যান জাকির হোসেন বাবলু এসে বেশ কিছু গাছ কেটে নিয়ে গেছে বর্তমানে পরিত্যাক্ত কিছু গাছ কাটা অবস্থায় পড়ে আছে।, ‘পরে জাকির হোসেন বাবলুর বিরুদ্ধে গুইমারা থানার জিডি করি।”
এ বিষয়ে মাটিরাঙ্গা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবলুর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানতে পেড়েছি, মামলায় যা হওয়ার হবে।”
গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা জানান, “বিআইডিবির যে একটি বাগান রয়েছে সেই বাগানের গাছ গুলো কেটে নিয়ে গেছে। এখানে ৫০ বছর পুরোনো গাছ রয়েছে। যারা এই গাছ গুলো কেটেছে তারা খুবই সুপরিকল্পিত ভাবে লোকজন নিয়ে এসে গাছ গুলো কেটেছে। এর আগেও জঙ্গল কাটার নাম করে মূল্যবান গাছ কেটে নিয়ে গিয়েছিল চক্রটি।”
গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর এর সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করলে তিনি বলেন, “গাছ কাটার বিষয় মো: হুমায়ুন কবির পাটোয়ারি বাদী হয়ে জাকির হোসেন বাবলুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”