নিজস্ব প্রতিবেদক:: শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় খাগড়াছড়িতে বইমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের “বৈঠকে” আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বইমেলায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাকের রহমানকে নিয়ে লেখা বেশ কিছু দুর্লভ বইগুলো স্থান পায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা য্বুদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়া, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক নীল পদ চাকমা, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।