ফলোআপ—-
নিজস্ব প্রতিবেদক:: গুইমারার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় অবস্থিত বিআরডিবি সমিতির সরকারী বাগানের গাছ কেটে সাবাড় করে দিচ্ছে একটি চক্র। কে বা কারা গাছ কেটে নিয়ে গেছে এই নিয়ে মাথা ব্যথা নেই কোনো বনবিভাগের কর্মকর্তার। দ্রুত তদন্ত কমিটি গঠনের দাবি এলাকাবাসীর।
ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কার্বারী বলেন, “আমিও এ বাগানের একজন সদস্য, মাটিরাঙ্গা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান জাকির হোসেন (বাবলু) জঙ্গল কাটার কথা বলে গাছ কেটেছে বলে তিনি দাবী করেন।
এই বাগানের সাথে সম্পৃক্ততা রয়েছে, মাটিরাঙ্গা উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা ইউসিসিএ লি: পল্লী উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবুল।
ঘটনা সূত্রে জানা যায়, গাছ কেটে নিয়ে যাওয়ার পরও অধ্যবদি কোনো কর্মকর্তাই ঘটনাস্থল পরিদর্শনে যাননি বলে দাবী করেন স্থানীয়রা। এতগুলো গাছ কে বা কারা কেটে নিয়ে গিয়েছে এই নিয়ে নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে ইতি মধ্যেই। এলাকাবাসী ও সচেতন মহল সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের নিকট দ্রুত তদন্ত কমিটি গঠন করে যারা গাছ কাটার সাথে সম্পৃক্ত তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
স্থানীয়রা আরো জানান, তদন্ত করা হলে গাছ গুলো কোথায় আছে এবং কার যোগসাজসে গাছ গুলো কাটা হয়েছে তা বেড়িয়ে আসবে। স্থানীয়রা ধারণা করেছেন গাছগুলো অনেক বড় হওয়াতে এত দ্রুত সমতলে কিংবা অন্য দুরে কোথাও নিয়ে যাওয়া সম্ভব হয়নি, আসে পাশে কোনো সৌমিলে পাওয়া যেতে পারে গাছগুলো।
এ বিষয়ে মাটিরাঙ্গা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবলুর কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, “জঙ্গল কাটার কথা আমি জানি কিন্তু গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। দুষ্ট চক্রের লোকজন কেটে আমার বদনাম করছে। দুষ্ট চক্র কারা তা তিনি পরিস্কার করে না বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
স্থানীয়রা জানান, বিআরডিবিকে এই ১০ একর জায়গা বন্দবস্তি করার জন্য সহযোগিতা করেছেন নির্মল নারায়ন ত্রিপুরার পিতা নগেন্দ্র নারায়ন ত্রিপুরা (সাবেক চেয়ারম্যান)। তিনি বিভিন্ন সেবা জনক কাজের জন্য স্বর্ণপদক পেয়েছিল। তার দেওয়া জায়গা থেকে এখন লুটপাট করে খাচ্ছে একটি চক্র।
গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা জানান, বিআইডিবির যে একটি বাগান রয়েছে সেই বাগানের গাছ গুলো কেটে নিয়েগেছে। এখানে ৫০ বছর পুরোনো গাছ রয়েছে। এগুলো কেটে সুপরিকল্পিত ভাবে নিয়ে গেছে। এর আগেও জঙ্গল কাটার নাম করে মূল্যবান গাছ কেটে নিয়ে গিয়েছিল।