নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারায় মাসিক আইনশৃঙ্খলা সভাপতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
রবিবার (২৮ মে ২০২৩) গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা ও কংজরি চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ^াস, উপজেলা সমাজ সেবা অফিসার আফজাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা ফরেস্ট অফিসার অনুকর চাকমা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদক মারমা সহ সরকারি -বেসরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং কিভাবে অনিয়ম, দূর্নীতি, মাদক ও বাল্যবিবাহ রোধে কাজ করতে হবে সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন।