নুরুল আলম:: খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় দুটি কমিউনিটি ক্লিনিকে “ধুমপান ও মদ্যপান পরিহার এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে ক্ষুদনৃৃগোষ্ঠির জনগণকে সচেতন করার লক্ষ্যে কমিউনিটি এ্যাওয়ারনেস সেশন” এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে ২০২৩) সকালে লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী কমিউনিটি ক্লিনিক ও কৈলাশ মহাজনপাড়া কমিউনিটি ক্লিনিক এ “ধুমপান ও মদ্যপান পরিহার এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে ক্ষুদ্র-নৃৃগোষ্ঠির জনগণকে সচেতন করার লক্ষ্যে কমিউনিটি এ্যাওয়ারনেস সেশন” এর আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়-এর স্বাস্থ্য অধিদপ্তরের অধীন “লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো” অপারেশনাল প্লানের আওতায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান থার্ড আই কমিউনিকেশনের আয়োজনে এ এ্যাওয়ারনেস সেশন” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আতাউর রহমান চৌধুরী। উক্ত কমিউনিটি এ্যাওয়ারনেস সেশনে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ,কমিউনিটি সার্পোট গ্রুপের সদস্যবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
উক্ত কমিউনিটি এ্যাওয়ারনেস সেশনে বিভিন্ন ধরনের লিফলেট ও ফ্লিপচার্ট ব্যবহার করে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক,পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে করণীয় বিশেষ করে প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তি সময়ে মা ও নবজাতকের জীবন রক্ষায় করনীয় এবং প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব বিষয়ে আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরিশেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক, পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে লিফলেট ও ফ্লিপচার্ট বিতরণ করা হয়।