নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারায় ‘বিশ্ব মা দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার।
রবিবার (১৪ মে ২০২৩) সকাল ১০টায় অনুষ্ঠিত বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিরি বক্তব্য রাখেন, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবলু হোসেন। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, সোনালী ব্যাংক গুইমারা উপজেলা শাখার ব্যবস্থাপক এরফানুল হক মু: বেলাল হোছাইনী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা মা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।