শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪


নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কামাল হোসেন (৩৩) নামে একজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আটককৃত কামাল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড মোহাম্মদ বড়বাড়িয়া নামক এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে।

বুধবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৩টার সময় ৮নং পৌর ওয়ার্ড মাটিরাঙ্গা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এস আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালিন গভীর রাতে তার চলাচল সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি করে। এ সময় তার কাছে থাকা ২ হাজার চারশত ১২ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল বলেন, দীর্ঘ দিন ধরে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছে।

এ সময় মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত কামালের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। থানা এলাকায় যে কোন ধরণের অপকর্ম রোধে পুলিশ তৎপর রয়েছে। এ তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির পাম্প চুরি করতে গিয়ে আটক ১
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সৌর বিদ্যুত চালিত পানির পাম্পসহ শিয়ালচা ত্রিপুরা (৩২) নামে ১ জনকে আটক করেছে স্থানীয় জনগণ।

বৃহস্পতিবার (১১ মে) ভোর ৫টায় উপজেলার বর্ণাল ইউনিয়নের ৬নং ওয়ার্ড প্রাণ কুমার পাড়া থেকে তাকে আটক করা হয়। সে জীবন কুমার ত্রিপুরার ছেলে।

এ সময় স্থানীয় বাসিন্দা খামরা রাই ত্রিপুরা বলেন, দীর্ঘ দিন ধরে এলাকার পানির পাম্প, সোলার প্যানেল, টিউবওয়েলসহ আসবাবপত্র চুরি হওয়াতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে চোর ধরতে রাত জেগে পাড়া দিতে শুরু করে। অনেকদিন যাবৎ পাহারা দেওয়ার পর ওইদিন ৫ টি সৌর বিদ্যুৎ চালিত পাম্পসহ তাকে হাতে-নাতে আটক করা হয়। স্থানীয় ইউপি মেম্বারে সহযোগিতায় পুলিশের কাছে আসামিকে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দন্ডবিধি চুরি আইনে মামলা হয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!