নিজস্ব প্রতিবেদক, বিলাইছড়ি:-বিলাইছড়িে জেলা প্রশাসন রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
মঙ্গলবার ( ০৯ মে) সকাল সাড়ে ১০টায় বিলাইছড়ি উপজেলার ০২ নং কেংড়াছড়ি ইউনিয়নে বাজার প্রাঙ্গনে গতকালের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় । এতে মোট ৫০ পরিবারকে ৭হাজার ৫শত টাকা হারে আর্থিক অনুদান (মানবিক সহায়তা)প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ,দলীয় নেতাকর্মীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ,বিলাইছড়ি থানা পুলিশ সহ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন বলে জানা যায়।
উল্লেখ্য যে, এছাড়াও ক্ষতিগ্রস্ত মোট ৫০ পরিবারের জন্য জেলা প্রশাসন রাঙ্গামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে জনপ্রতি আরো ৩০ কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। যা আগামীকাল ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পৌঁছে দেয়া হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার।