নুরুল আলম:: “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে আর্ন্ত জাতিক মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার (১ মে) সকালে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে টাউন হল প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে টাউন হল প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান,পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগে নেতা দিদারুল আলম দিদারসহ জনপ্রতিনিধি ও বিভিন্নশ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে গুইমারা উপজেলা শ্রমীকলীগের আয়োজনে আর্ন্তজাতিক মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস আয়োজন করা হয়েছে। দলীয় কার্যালয় থেকে শ্রমীক দিবস উপলক্ষে নেতাকর্মী ও শ্রমীকরা র্যালি বের করে গুইমারা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, আওয়ামীলীগের নেতা রুস্তম তালুকদার, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সৌম, হাফছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মফিজুল ইসলামসহ শ্রমজীবি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।