নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার দীঘিনালায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত হয়েছে। নিহত এনজিও (ব্রাক) অফিসারের নাম অশোক বৈদ্য(৩৫)।
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভাঙ্গাবিল্ডিং এলাকায় এঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রনজিৎ বৈদ্যর ছেলে। বর্তমানে তিনি দীঘিনালা উপজেলার ব্রাক কার্যালয়ে কর্মরত ছিলেন।
এ সময় জানা যায়, শনিবার বিকেলে দীঘিনালা উপজেলার ভাঙ্গাবিল্ডিং এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অশোক বৈদ্য যৌথ খামার এলাকার চয়ন কুমার ত্রিপুরা(২২) এবং চিত্ত মেম্বার পাড়ার ছায়া কুমার ত্রিপুরা(২২) আহত হন, তাদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অন্যদিকে গুরুতর আহত অশোক বৈদ্যকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সন্ধ্যা ৭:০০টার দিকে তিনি মারা যান।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী আবদুল খালেক, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।