শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

বিভিন্ন জন্যকল্যাণ করে সুনামে ভাসছে গুইমারা রিজিয়নসহ সকল জোন


নুরুল আলম:: গুইমারা রিজিয়ন ও অধীনস্থ সকল জোন কর্তৃক আর্থিক ও বিভিন্ন দ্রব্যাদি দিয়ে অসহায়দের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে জনকল্যাণ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীকে সাধারণ মানুষ মনে করেন গরিবের বন্ধু। গুইমারা রিজিয়ন ২৪ আর্টিলারী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস. এনডিসি. পিএসসি.জি অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হতে বিভিন্ন সামগ্রী বিতরণ করে ব্যপক সুনাজ অর্জন করেছে।

সম্প্রতি দেখা যায়, রমজান মাসে গুইমারা রিজিয়ন ও বিভিন্ন জোন এর উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার, ঘর মেরামতের জন্য ঢেউটিন, সোলার, ঈদবাজারসহ বিভিন্ন জনকল্যাণ মুলক সহযোগিতা করেছে। এছাড়াও চিকিৎসার অভাবে যারা শারিরীক সমস্যা ভুকছে তাদের জন্য বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন ও আর্থিক সমস্যায় যারা আছেন তাদের মাঝে অর্থ প্রদান, বিধবা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে যাচ্ছে।

এরই মধ্যে উল্লেখযোগ্য হলে, ১০ টাকার ব্যাগ ভর্থি বাজার। রমজান মাসে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ১০টাকায় ব্যাগ ভর্থি বাজারের প্রদান করেন। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন জনকল্যাণ মুলক অভিযানিক কর্মকান্ডের আয়োজন করে থাকেন। এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অসহায় সাধারণ জনগন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!