নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ১৫জন ইমাম ও ১৫জন মুয়াজ্জিমকে ঈদের হাদিয়া প্রদান করেন গুইমারা উপজেলা প্রশাসন। উক্ত হাদিয়ে প্রদান করা হয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসকের ফান্ড থেকে। এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইমাম ও মুয়াজ্জিম মিলিয়ে মোট ৩০জনকে ঈদের হাদিয়া বাবদ ইমামকে ১ হাজার ৫শত টাকা এবং মুয়াজ্জিম কে ৫শত টাকা করে প্রদান করা হয়। এসময় গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরাসহ স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী ওসমান গণি, মুয়াজ্জিম মাওলানা ইউসুফ খান, তৈর্কমা জামে মসজিদ ইমাম মাওলানা মাহবুব, মুয়াজ্জিম মো: খলিলুর রহমান, মুসলিমপাড়া জামে মসজিদ ইমাম মাওলানা ইউসুফ, মুয়াজ্জিম মো: হারুনুর রশিদ, মধ্য হাফছড়ি জামে মসজিদ ইমাম মাওলানা নুরুল্লাহ, মুয়াজ্জিম মোঃ ইউসুফ সহ মোট ৩০জনকে ঈদ উপলক্ষে হাদিয়া প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা বলেন, প্রতি বছরের ন্যায় এবারো উপজেলা প্রশাসনের উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিমদের ঈদের হাদিয়ে প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এই কাজ অব্যাহত থাকবে।