শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারায় কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত


নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা কৃষকলীগের সভাপতি থোয়াইঅংগ্য চৌধুরী। এসময় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

বুধবার ১৯ এপ্রিল ২০২৩ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।

এসময় গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চাইথোয়াই চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: হাফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন শীল সাগর, গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম শুভ, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌম, গুইমারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনার্ধন সেন সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে মেমং মারমা বলেন, ১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা হয়। কৃষকলীগ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং এর অন্যতম সহযোগী সংগঠন হিসাবে কাজ করছে। এছাড়া কৃষকলীগের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে বর্ণানা করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!