শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

বৈসাবি ও ঈদুল ফিতর উপলক্ষে মাটিরাঙ্গা জোনের বিশেষ মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক:: বৈসাবি উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জোন সদরে ১৫০ জন পাহাড়ি ও বাঙালি জনসাধারণকে নতুন কাপড় প্রদান করেন মাটিরাঙ্গা জোন জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।

এ ছাড়াও অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকায় টহলের মাধ্যে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাসরত ৫০ জন দুস্থ অসহায় জনগণের মাঝে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে এসব নতুন কাপড় বিতরন করা হয়।

এ সময়, মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নের মো. কামরুল হাসান পিএসসি, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি উপস্থিত ছিলেন।

ঈদ এবং বৈশাখী উপহার সামগ্রী পেয়ে সাধারণ জনগণ আবেগ আপ্লুত হন এবং সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!