নুরুল আলম:: খাগড়াছড়ি সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সন্নিকটস্থ মাঠে বিএনপি ও কৃষকলীগের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা ম্যাজিষ্ট্রেট মো: সহিদুজ্জামান।
৭ এপ্রিল ২০২৩ শুক্রবার ম্যাজিষ্ট্রেট মো: সহিদুজ্জামানের আদেশে বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা বাসটার্মিনাল সন্নিকটস্থ মাঠ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল ও তৎসংলগ্ন এলাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উল্লিখিত স্থানে আগামী ৮ এপ্রিল ২০২৩ সকাল ৮ টা হতে রাত ১০ টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৯৯৮ এর ১৪৪ ধারা মতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ, মাহফিল ও সমাবেশ চলাকালিন কতিপয় ব্যক্তি একত্রে মিলিত হয়ে উক্ত স্থানে শান্তি শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে এই আদেশ জারি করা হয়।