ইফতারে বাঁধা দিলেই দুই দিনের সড়ক অবরোধ
নুরুল আলম:: ইফতারে বাঁধা দিলেই খাগড়াছড়িতে দুই দিনের সড়ক অবরোধের ঘোষনা দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। শুক্রবার (৭ এপ্রিল ২০২৩) সকালে খাগড়াছড়ির কলাবাগান বৈঠকে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষনা দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৮ই এপ্রিল-২০২৩ শনিবার খাগড়াছড়িতে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সমসাময়িক বিষয়ে বিএনপির ডাকা সংবাদ সম্মেলন থেকে এ ঘোষনা দেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি স্থানে আবেদন করলেও তাতে অনুমতি না দিয়ে কাল ক্ষেপনসহ বর্তমানে পুলিশী হয়রানী করা হচ্ছে নেতাকর্মীদের। এছাড়াও নানা পছন্দের ভ্যেনুতে নানা কৌশলে সরকার দলের কর্মসূচীর ইস্যু তুলে বিএনপির ইফতার মাহফিল পন্ড করার অপচেষ্টা অব্যাহত রেখে বলে অভিযোগ তোলেন তিনি।
ধর্মীয় শান্তিপূর্ণ এই ইফতার মাহফিল বাঁধাগ্রস্থ করলে বা অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটলে আগামী ১২ ও ১৩ এপ্রিল ২০২৩ তিনি খাগড়াছড়িতে সড়ক অবরোধের ঘোষণা করেন। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার,সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী,কংচাইরী মাস্টার,মংসাথোয়াই মারমা,ক্ষেত্র মোহন রোয়াজা,আইন বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম,কোষাধক্ষ মফিজুল ইসলাম এতে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ইফতার মাহফিল বিষয়ে নানা হয়রানী,বাঁধাসহ নেতাকর্মীদের ইফতার পার্টিতে অংশ গ্রহনে বাঁধার কথা তুলে ধরে প্রশাসনকে ইফতার মাহফিল বাঁধাগ্রস্থ না করে আন্তরিক ভাবে সহযোগিতা করার অনুরোধ জানান।