নুরুল আলম:: গোপন সংবাদের ভিত্তিতে ১০ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ অভিযান পরিচালনাকালে ফতেমানগর এলাকা তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম কেশ ত্রিপুরা(৪৭)। সে ৫নং উল্টাছড়ি ইউপির নবরত্ন কার্বারি পাড়ার অনিত মোহন ত্রিপুরার সন্তান। বর্তমানে সে খাগড়াছড়ি জেলাধীন ভাইবোনছড়া ইউপির ৪নং ওয়ার্ডের বিরাশি মোড়া গ্রামে বাস করে।
জানা যায়, পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদের দিক নির্দেশনায় এসআই সৈয়দ ছানাউল্লাহ ও সংঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে আটক করে।
পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক মামলা রুজু করা হয়েছে এবং অভিযান চলমান থাকবে।