নিজস্ব প্রতিবেদক: “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পানছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।
র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে দিবসটি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্চয়ন চাকমা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, বিদ্যালয় শিক্ষক, ফুটবল কোচ ক্যাপ্রুচাই মারমাসহ স্থানীয় খোলায়াড়গণ উপস্থিত ছিলেন।