শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

গুইমারায় পুষ্টি কার্যক্রম জোরদারকরণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত


নুরুল আলম::
পার্বত্য জেলার প্রেক্ষিতে গুইমারায় পুষ্টি কার্যক্রম জোরদারকরণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় সভার সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

সোমবার ৩ এপ্রিল ২০২৩ গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও লিডারশিপ টু এনসিওর এড্ইকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্পের সহযোগিতায় পুষ্টি কার্যক্রম জোরদারকরণ গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরি মারমা, উপজেলা প্রাণী ও সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. কল্লল বড়ুয়া, জেলা টেকনিক্যাল কো-অরডিনেটর হ্যাপি দেওয়ান, উপজেলা সমন্বয়ক দরদী চাকমা, উপজেলা ফেজিল সুজন কান্তি, লিপিকা চাকমা, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, “মা, শিশু ও কিশোরীদের পুষ্টি সেবা জোরদারকরণ, নিরাপদ ও বৈচিত্র্যপূর্ণ সহজলভ্য ও গ্রহণ বৃদ্ধি করতে হবে, শিশুদের ১০০০ সোনালী দিনের গুরুত্ব, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, পুষ্টি বিষয়ে বহুখাতভিত্তিক সমন্বয় বৃদ্ধি করা ও ইত্যাদি বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতামূলক কর্মসূচি করতে হবে। এছাড়া পার্বত্য এলাকায় পুষ্টি উন্নয়নে বাধা এবং উত্তরণের উপায় নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।”

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!