শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

মাটিরাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


নুরুল আলম:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২২-২৩ অর্থ বৎসরে আউশ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে এ কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।

কৃষি বিভাগ জানায়, প্রণোদনার আওতায় ১ হাজার ৫০০ জন কৃষক কে জন প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএসপি সার ১০ কেজি এম ও পি সার দেয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, রবিবার উদ্বোধনী দিনে মাটিরাঙ্গা উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আগামিকাল সোমবার বাকি ৪টি ইউনিয়নের প্রণোদনা তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!