নুরুল আলম:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই পথে আসা ৬ লাখ ২৫ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ও গরু মোটাতাজাকরন ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৩১ লাখ ২৯ হাজার ২শত টাকা। এ সময় পুলিশ দিনমোহন ত্রিপুরা নামে এক চোরাকারবারিকে আটক করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে মাটিরাঙ্গার সদর ইউনিনের ৭নং ওয়ার্ড সদাইপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার এসআই মো. সাদ্দাম হোসেন, এএসআই কামরুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১০ বস্তা ভারতীয় ঔষধসহ দিনমোহন ত্রিপুরাকে আটক করে। এসময় দিনমোহন ত্রিপুরার সহোদর কালা ত্রিপুরা পালিয়ে যায়। আটককৃত দিনমোহন ত্রিপুরা একই ওয়ার্ডের ধন্তিরামপাড়ার চাঁন মোহন ত্রিপুরার ছেলে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, আটক ১০ বস্তায়, ৬ লাখ ২৫ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ও গরু মোটাতাজাকরণ ট্যাবলেটসহ ভারতীয় অবৈধ ঔষধ রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩১ লাখ ২৯ হাজার ২শত টাকা। আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।