নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে বেশি দামে ব্রয়লার মুরগি বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে খাগড়াছড়ি শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কেজি ১৯০ টাকার ব্রয়লার মুরগি ২৩০ টাকা করে বিক্রির প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার জরিমানা করা হয় এবং আরো কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর ১৯০ টাকার ব্রয়লার মুরগি কেজি ২২০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।