নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার সদর দপ্তর ২৪ আর্টিলারী বিগ্রেড গুইমারা রিজিয়নের উদ্যোগে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে ইফতার প্রতিভোজ অনুষ্ঠিত হয়।
২৬ মার্চ ২০২৩ গুইমারা রিজিয়নের হল রুমে অনুষ্ঠিত ইফতার প্রতিভোজে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর সামরিক কর্মকর্তাগণ, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
এসময় ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য যারা শহিদ হয়েছেন তাদের স্মরণে এই ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানান রিজিয়ন কমান্ডার।