নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি সরকারি শিশু পরিবারে সাবমারসিবল পাম্পসহ গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সুপেয় পানির বন্দোবস্ত করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শিশু পরিবার কর্তৃপক্ষের কাছে ওই নলকূপ হস্তান্তর করা হয়।
এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শিশুদের মাঝে উপহার হিসেবে শিক্ষা উপকরণ, খেলার সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আর অনাড়ম্বর এই অনুষ্ঠানে অতিথিদের সম্মানে দেশাত্মবোধক গান পরিবেশন করেছে সরকারি শিশু পরিবারের নিবাসীরা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহবায়ক পার্থ ত্রিপুরা জুয়েল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান, জেলা সমাজসেবা কার্যালয়ের বিদায়ী উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, সহকারী পরিচালক রোকেয়া বেগম, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল আহসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।