নুরুল আলম:: ভারতীয় তৈরী ৪০ ক্যান বিয়ার ও ভারতীয় অবৈধপণ্যসহ ২ জনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক অভিষেক চাকমা (২৩) প্রকাশ ডেম্মো উপজেলার কিনাচান পাড়ার অশেষ চাকমার সন্তান। ভারতীয় পন্যসহ আটক জ্যোতিকা চাকমা (৩৬) বুদ্ধরাম পাড়ার জয় কুমার চাকমার সহধর্মিনী। বৃহস্পতিবার (২৩ মার্চ) তাদের আটক করা হয়।
পানছড়ি থানা সূত্রে জানা যায়, ভারত সীমান্ত থেকে মদ নিয়ে আসবে এমন গোপন সংবাদটি আসে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদের কাছে। ওসির দিক নির্দেশনার এসআই মুহিউদ্দিন ও এস এসআই মঞ্জুরুলসহ পুলিশের একটি দল অবস্থান নেয় পানছড়ি-লোগাং সড়কের কানুনগোপাড়া এলাকায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় একটি প্লাস্টিকের সাদা বস্তাভর্তি ৪০ ক্যান বিয়ারসহ অভিষেক চাকমাকে আটক করে। অপরদিকে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় পণ্যসহ দক্ষিন নালকাটা এলাকা থেকে আটক করে জ্যোতিকাকে।
পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অত্র থানায় দুটি মামলা প্রক্রিয়াধীন এবং অভিযান চলমান থাকবে।